নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি -ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পর্যবেক্ষণ

তিন সিটি করপোরেশনের নির্বাচন বিশ্বাসযোগ্য মনে করে না ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। নির্বাচনের দিন উল্লেখযোগ্য মাত্রায় নির্বাচনী অনিয়ম এবং সহিংসতার ঘটনায় ভরপুর ছিলো বলে পর্যবেক্ষণ বিষয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছে সংস্থাটি। আজ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে তাদের প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, প্রক্রিয়া এবং নির্বাচন দিনে সংঘটিত অপকর্ম এবং অনিয়মের কারণে নির্বাচনকে বিশ্বাসযোগ্য মনে করে না ইডব্লিউজি। তিনটি সিটি করপোরেশনের ৬১৯ কেন্দ্র পর্যবেক্ষণ করে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার এ জোট। তাদের পর্যবেক্ষণে জোর পূর্বক  ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে অন্তত ১৩৮টি । সহিংসতার ঘটনা ঘটেছে ১৬৪টি। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে ৭৮টি। পর্যবেক্ষণ করতে গিয়ে ব্যালটে সিল মারার দৃশ্য দেখার পর তাদের একজন কর্মীকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন পিস্তল দেখিয়ে বের করে দেয়। এছাড়াও পর্যবেক্ষণের জন্য ১৪০ কার্ডের আবেদন করলেও নির্বাচন কমিশন তাদের মাত্র ৩০টি কার্ড প্রদান করে বলে জানানো হয়। এই নির্বাচনে নির্বাচনী প্রক্রিয়ার সার্বিক সততা ক্ষুণ্ন হয়েছে বলে তারা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইডব্লিউজি‘র  পরিচালক ড. মো. আব্দুল আলীম, সদস্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, তালেয়া রেহমান, কামরুল হাসান মঞ্জু প্রমুখ।

No comments

Powered by Blogger.