পাটনায় পদদলিত হয়ে ৩২ জনের মৃত্যু

ভারতের পাটনায় দুসেরা (রাবন দহন বা রাবন বধ) উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে ৩২ জন মারা গেছেন। এর মধ্যে ২৫ জন নারী আর ৫ শিশু রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। পাটনার গান্ধি ময়দানের বাইরে উৎসবের পর এ দূর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে এনডিটিভি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে গেছে এমন একটি গুজব ছড়িয়ে পড়ার পর পদদলিত হবার ঘটনা ঘটে। গান্ধি ময়দানের দুসেরা উৎসব পাটনার মধ্যে সবথেকে বড় উৎসব। বিশালাকায় কুশপুত্তলিকা দাহ হবার দৃশ্য দেখতে প্রতিবছর অনেক মানুষের সমাগম হয়। উৎসবটি রাজ্য সরকার আয়োজন করে থাকে। বিহারের মূখ্যমন্ত্রী জিতান রাম মাঞ্জি উৎসবের সময় উপস্থিত ছিলেন। গণমাধ্যমের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে উৎসব শেষে এতগুলো মানুষের ভেন্যু থেকে বের হবার জন্য সবগুলো দরজা খোলা ছিল না। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

No comments

Powered by Blogger.