সেবার গেল ভাই এবার মেয়ে!

অদ্ভুত, ভয়ংকর অদৃষ্ট। মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ ৩৭০ আজও মানব সভ্যতার ইতিহাসে এক রহস্য থেকে গেল। ভারত মহাসাগরের তলায় তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। ওই বিমানে ছিলেন অস্ট্রেলিয়ান ভদ্রমহিলা কাইলিন মান-এর ভাই রড বারো ও ননদ মেরি বারো। ফলে দু’জনকেই আক্ষরিক অর্থে নিখোঁজ এবং সরকারিভাবে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই দুর্ঘটনা ও ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের ট্রাজেডি। এবার হারালেন তার মেয়েকে। মালয়েশীয় যে বিমানটিকে রুশপন্থীরা মিসাইল ছুঁড়ে ধ্বংস করেছে সেটিতে ছিলেন তারই সৎ মেয়ে মেরি রিজ। মেরি রিজও মারা গেছেন বাকি ২৯৮ জন যাত্রীর মতোই।
বৃহস্পতিবারই মধ্য পঞ্চাশের কাইলি মান জানলেন। মালয়েশিয়ার বিমান আমার সব নিয়ে গেল। সেবারের ফ্লাইটে গেল ভাই, এবার মেয়ে! কাইলি মানের ভাই গ্রেগ বারো জানিয়েছেন, ‘ঈশ্বরের ওপর থেকে বিশ্বাসটাই চলে গেল। মেয়েটা বহু মাস বাদে বাড়ি ফিরছিল। আর ওকে দেখতেই পাব না। আমাদের পুরনো শোকের ক্ষতটা আবার দগদগে হয়ে উঠল। প্রথমে আমাদের ভাই চলে গেল। তারপর বোনের মেয়েটাও। আমাদের বেঁচে থাকাটাই যেন অর্থহীন মনে হচ্ছে।’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবর্ট কাইলি মানের পরিবারকে সমবেদনা জানিয়ে ফোন করেছিলেন। ডেইলি মেইল।

No comments

Powered by Blogger.