ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনলো জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই বলেছেন, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এটা যুদ্ধাপরাধ। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের জরুরি বিতর্ক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাভি পিল্লাই বলেন, গাজায় হামলা চালিয়ে বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে ইসরাইল। হত্যা করছে শিশুদের। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসময় হামাসের রকেট ও মর্টার হামলারও নিন্দা করেন নাভি পিল্লাই।
ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত ৬৩০ জন নিহত হয়েছেন৷ নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক৷ এদিকে হামাসের রকেট হামলার কারণে তেল আবিব থেকে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে৷ যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতা চলছে৷
ইসরায়েলের এক সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বুধবারের হামলায় অন্তত ৩০ জন হামাস সদস্য নিহত হয়েছে৷ ইসরাইলি হামলার তীব্রতা বেড়েই চলেছে৷ গাজায় প্রতিদিন মিছিলে যোগ হচ্ছে নারী শিশুদের নিষ্পাপ মুখ৷ বুধবার ইসরায়েলের গোলার আঘাতে প্রাণ হারিয়েছে গাজার দক্ষিণে আট বছর বয়সি এক শিশু৷এক পরিবারের ৪জন শিশুসহ ১৮জন নিহত হয়েছে গাজায়।
৮ জুলাই থেকে শুরু হওয়া হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতিও বাড়ছে৷ হামাসের রকেট হামলা বন্ধ করার লক্ষ্যের কথা বলে শুরু করা হামলায় কমপক্ষে ২৯ জন সেনাসদস্যকে হারিয়েছে দেশটি৷ এক ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে বুধবার ইসরাইলি ট্যাংক অফিসার প্রাণ হারায় ৷
এদিকে গাজা থেকে ছোড়া রকেট তেল আবিব বিমানবন্দরের কাছের একটি বাড়িতে আঘাত হেনেছে৷ হামলার আশঙ্কায় আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ইসরাইল থেকে এবং ইসরাইলের দিকে তাদের সব ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে৷
ইসরাইল সরকারও  বেন গুরিয়ন বিমান বন্দরের ৮০টি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে৷
তবে যুদ্ধবিরতির প্রস্তাবে কোনো পক্ষই সাড়া না দিলেও শান্তি স্থাপনে প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷ ইসরাইল সাময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখলেও হামাস তা মানতে অস্বীকৃতি জানায়৷
এদিকে যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর করার উপায় খুঁজতে মিশর সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ জন কেরি হামাসকে মিশরের দেয়া যুদ্ধ বিরতি প্রস্তাব মেনে নেয়ার আহবান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন অবস্থান করছেন ইসরাইলে৷ বান কিন মুন দু পক্ষকে হামলা বন্ধ করে যুদ্ধবিরতি প্রস্তাব মানার আহবান জানালেও উভয় পক্ষের মধ্যে তা অব্যাহত রয়েছে। তবে হামাস বলেছে, অবরোধ প্রত্যাহার না হলে তারা কোন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হবে না।

No comments

Powered by Blogger.