টি ২০-তেও সেই অস্ট্রেলিয়া

অ্যাশেজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজে ৪-১-এ হার। টি ২০-তেও হতাশার কানাগলি থেকে বেরোতে পারল না ইংল্যান্ড। ৪১৩ রানের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হাসল সেই অস্ট্রেলিয়াই। তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথমটিতে কাল স্টুয়ার্ট ব্রডের ইংল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে জর্জ বেইলির অস্ট্রেলিয়া। ২১৩ রানের পাহাড় টপকাতে না পারলেও বোপারা ঝড়ে স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছিল ইংল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে দু’দলের রান সুনামিতে পয়সা উশুল হয়ে গেছে দর্শকদের। ২১৪ তাড়া করতে নেমে ২০০ রানে থামে ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ক্যামেরুন হোয়াইট ও অ্যারন ফিঞ্চ। ইংলিশ বোলারদের তুলোধুনা করে ২৬ বলে তৃতীয় ফিফটি পূর্ণ করেন ফিঞ্চ। অপর প্রান্তে ৩২ বলে পঞ্চম ফিফটি হাঁকান হোয়াইট। তাদের ১০৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে একাদশ ওভারে।
৩১ বলে ৫২ রানে ব্রডের শিকার হন ফিঞ্চ। ম্যাচসেরা হোয়াইট করেন ৪৩ বলে ৭৫। শেষ দিকে অভিষিক্ত ক্রিস লিনের আরেকটি ছোট্ট ঝড়ে (১৯ বলে ৩৩*) চার উইকেটে ২১৩ রানের সমৃদ্ধ পুঁজি পায় অস্ট্রেলিয়া। জবাবে কোল্টার নিলের তোপের মুখে ১০০ রানেই ছয় উইকেট খুঁইয়ে দৃশ্যত ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। কিন্তু ম্যাচটাকে নিস্তরঙ্গ হতে দেননি রবি বোপারা। ২৭ বলে দুই চার ও সাত ছয়ে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। বোল্টার-নিল একাই নেন চার উইকেটে। অস্ট্রেলিয়া ২১৩/৪, ২০ ওভারে (হোয়াইট ৭৫, ফিঞ্চ ৫২ ম্যাক্সওয়েল ২০, লিন ৩৩। ব্রড ১/২৫, বোপারা ১/২৬)। ইংল্যান্ড ২০০/৯, ২০ ওভারে (হেলস ২২, রুট ৩২, বাটলার ২০, বোপারা ৬৫*। বোল্টার নিল ৪/৩০, হেনরিক্স ২/৩৬)। ফল : অস্ট্রেলিয়া ১৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : ক্যামেরন হোয়াইট (অস্ট্রেলিয়া)। ক্রিকইনফো।

No comments

Powered by Blogger.