সিরিয়ায় অবরোধ শিথিল মানুষ পালাচ্ছে

সিরিয়ার মোয়াদামিয়াহ শহরে সরকারি বাহিনী অবরোধ শিথিল করার ফলে সেখান থেকে হাজার হাজার লোক এখন পালিয়ে আসছে। গত মার্চ মাস থেকে শহরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। বিবিসির একজন সংবাদদাতা জানান, সেনাবাহিনী অবরোধ শিথিল করায় মানুষ স্রোতের মতো শহরটি থেকে পালিয়ে রাজধানী দামেস্কের দিকে ছুটছে। দীর্ঘদিন সেখানে চলেছে ভারি বোমার বিস্ফোরণ। আর সরকারি বাহিনীও মোয়াদামিয়াহ শহরটি করে রেখেছিল এক অর্থে অবরুদ্ধ। ফলে খাবার, পানির অভাবে জীবন ধারণ হয়ে পড়ে এক অর্থে ভয়াবহ। সেখানে এতদিন আটকে থাকা এক মহিলা বলছিলেন তারা ঘাস, পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। বিবিসির একজন সংবাদদাতা রাজধানী দামেস্ক থেকে জানাচ্ছেন সরকারের পক্ষ থেকে শহরটির ওপর থেকে অবরোধ কিছুটা শিথিল করায় মানুষ সে াতের মতো রাজধানী দামেস্কের দিকে আসছে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার উপপ্রধানমন্ত্রী কাদির জামিলকে বরখাস্ত করেছেন। জেনেভাতে আমেরিকান একজন কূটনৈতিকের সঙ্গে সাক্ষাতের পর তিনি এই সিদ্ধান্ত নেন। সিরিয়ায় নিযুক্ত সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড বিবিসিকে বলেছেন জামিল অনুরোধ করেছিলেন এই বৈঠকটি ব্যক্তিগত পরিসরে করার জন্য। ফোর্ড বলেন, ‘সিরিয়ার সরকার কাদির জামিলের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।
আমি মনে করি তার চেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল সিরিয়ার সহিংসতা বন্ধে সব দিক থেকে চেষ্টা করা উচিত।’ সাবেক এই কূটনীতিক আরও জানান, কাদির জামিলের সঙ্গে তার যে বৈঠকটি হয়েছে সেখানে একটি বিষয় ছাড়া তারা প্রায় সব বিষয়েই ভিন্ন মতো পোষণ করেছিলেন। আর যেটিতে একমত হয়েছিলেন সেটা হল সিরিয়ার সহিংসতা রোধ শুধু একটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই সম্ভব। সিরিয়ায় দুটি রাসায়নিক অস্ত্রাগার পরিদর্শন বাকি : সিরিয়ায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পরিদর্শক দল জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে দুটি রাসায়নিক অস্ত্রাগার পরিদর্শন কাজ এখনও বাকি রয়েছে। ওপিসিডব্লিউ (অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ২৩ স্থাপনার ২১টিতেই পরীক্ষা কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করে স্থাপনাগুলোতে প্রবেশের ব্যবস্থা করার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে প্রতিষ্ঠানটি বিবৃতিতে উল্লেখ করে। রোববার সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করার একটি পরিকল্পনা ওপিসিডব্লিউ’র কাছে উপস্থাপন করেছে। ১লা অক্টোবর থেকে জাতিসংঘ ও ওপিসিডব্লিউর মোট ৬০ জন পরিদর্শক সিরিয়াতে অবস্থান করছেন। এদিকে জাতিসংঘ আরব লীগ শান্তি দূত লাখদার ব্রাহিমি বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন। সিরিয়ায় বাশার আল আসাদ অনুগত বাহিনী এবং বাশার বিরোধীদের শান্তিপূর্ণভাবে আলোচনার টেবিলে নিতে ব্রাহিমির এই উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা।

No comments

Powered by Blogger.