শেষ টেলিগ্রাম রাহুলকে

ভারতে গত রবিবার ছিল টেলিগ্রাম সেবার শেষ দিন। স্থানীয় সময় রাত পৌনে ১২টায় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে শেষ বার্তাটি পাঠিয়ে 'অবসরে' গেল টেলিগ্রাফ ব্যবস্থা।
ভারতের কেন্দ্রীয় টেলিগ্রাফ কার্যালয় নয়াদিলি্লর 'জনপথ' থেকে অশ্বিনী মিশ্র নামের এক ব্যক্তি রাহুলকে সবশেষ বার্তাটি পাঠান। তিনি অবশ্য দূরদর্শন (ডিডি) নিউজের মহাপরিচালক এস এম খানকেও একটি টেলিগ্রাম পাঠান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে টেলিগ্রাম সেবা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। তবে রবিবার শেষ দিন অশ্বিনীর মতো অনেক মানুষ নয়াদিলি্লর চারটি টেলিগ্রাফ কার্যালয়ে ভিড় জমায়। ভিড় ছিল দেশের অন্যান্য শহরেও। অনেক তরুণ এদিন প্রথম ও শেষবারের মতো টেলিগ্রাম পাঠায়। সব মিলিয়ে দিলি্লতে টেলিগ্রাম পাঠানোর জন্য দুই হাজার ১৯৭টি ফরম জমা পড়ে রবিবার। এ বাবদ রাজস্ব আদায় হয় ৬৮ হাজার ৮৩৭ রুপি। ভারতে ১৬২ বছরের এই যোগাযোগ ব্যবস্থা একসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। সাধারণ মানুষের কাছে টেলিগ্রাম মানেই ছিল বিশেষ কোনো সুসংবাদ অথবা দুঃসংবাদ। তবে যোগাযোগ ব্যবস্থার ক্রমশ উন্নতির ফলে টেলিগ্রামের বিশেষত্ব হারায়। সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.