দৈনন্দিন বিজ্ঞান-পারফিউম ব্যবহারে সতর্ক থাকুন

গরমে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে একেকজন একেক ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এ ক্ষেত্রে আতর, সুগন্ধি, বডিস্প্রে, পারফিউম ইত্যদি ব্যবহার লক্ষ করা যায়। পারফিউম তৈরি বা সংগ্রহের জন্য রয়েছে অনেক উপায়।
বিভিন্ন ধরনের ফুলের নির্যাস সংগ্রহ করে তৈরি করা হয় পারফিউম। কিছু কিছু গাছের বাকল বা কাঠ থেকেও পারফিউম তৈরি করা হয়। আবার কৃত্তিমভাবে পারফিউম তৈরি করার সহজ উপায় হলো পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ভাঙন বা বিশোধন। সব ধরনের পারফিউম আমাদের জন্য ক্ষতিকর নয়। যে সব পারফিউম প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা হয় সেগুলো সাধারণত আমাদের শরীরের জন্য কম ক্ষতিকর, কখনো কখনো মোটেও ক্ষতিকর নয়। কিন্তু পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে যেসব পারফিউম তৈরি করা হয় তা আমাদের শরীরের চামড়ার জন্য ক্ষতিকর। পারফিউম সাধারণত উদ্বায়ী। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় তা বাষ্প হয়ে উড়ে যায়। যতক্ষণ শরীরে লেগে থাকে সেখান থেকে চামড়ার মাধ্যমে শোষণ হতে পারে। প্রাকৃতিক উৎস থাকার পরও বাজারে বেশির ভাগ পারফিউম কৃত্তিম উপায়ে তৈরি করা হয়ে থাকে। তাই পারফিউম ব্যবহারে সতর্ক থাকুন। কাপড়ে ব্যবহার করুন, কিন্তু লক্ষ রাখুন যেন শরীরে না লাগে। কিছু কিছু ফাস্টফুড, কোমল পানীয়, কাগজ, কাপড়, বিয়েবাড়ীর সাজসামগ্রী ইত্যাদিতে পারফিউম ব্যবহার করা হয়ে থাকে।

No comments

Powered by Blogger.