তসলিমার ‘নিমন্ত্রণ’ গল্প নিয়ে ধর্ষণের ছবি

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের লেখা নিয়ে দেশে বিদেশে আলোড়ন তৈরি হলেও তার গল্প বা অন্য কোন লেখা নিয়ে ছবি তৈরি করার কথা কেউ ভাবেননি। এবার সেই ভাবনাই ভেবেছেন কলকাতার এক নতুন পরিচালক।
তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের ছবি করলেও সৌরভ দে পূর্ণ দৈর্ঘ্যের ছবি আগে কখনও করেননি। সেদিক থেকে তসলিমার গল্প দিয়েই সৌরভ তার প্রথম ছবি পরিচালনা করতে চলেছেন। প্রায় আড়াই দশক আগে লেখা তসলিমার গল্প ‘নিমন্ত্রণ’কেই ছবির জন্য বেছে নিয়েছেন সৌরভ। এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ। পরিচালক নিজেই চিত্রনাট্য তৈরি করছেন। তবে গল্পের শেষটুকু তিনি একটু বদলে দিতে চান। এজন্য তসলিমার অনুমতিও নিয়েছেন। অবশ্য সৌরভ নিজে তসলিমার লেখার খুব ভক্ত। তিনি নিজেও অবাক হয়েছেন, কেন কেউ তসলিমার লেখা নিয়ে ছবি করেননি। ‘নিমন্ত্রণ’ গল্পটিতে একটি মোচড় রয়েছে, যেটি সৌরভকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। গল্পটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে নীলার লড়াইয়ের গল্প। এক সময় তার ভালবাসার জনের হাতে তাকে ধর্ষিত হতে হয়। আর এই ধর্ষণের ঘটনাই তার গল্পকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে অন্য দিকে নিয়ে গিয়েছে। নীলার চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে নির্বাচন করেছেন। নীলার চরিত্রে মনোনীত হয়ে রূপা নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই গল্পটি তার ১৫ বার পড়া হয়ে গিয়েছে। ধর্ষণের দৃশ্যায়ন নিয়ে অবশ্য অভিনেত্রী রূপা মোটেই চিন্তিত নন। ছবিটি তৈরি নিয়ে প্রযোজকের সঙ্গে পরিচালকের কথাবার্তা চলছে। কথাবার্তা চূড়ান্ত হলেই শুটিং শুরু হবে।

No comments

Powered by Blogger.