বিচারকদের সীমা লঙ্ঘন না করার পরামর্শ প্রণব মুখার্জীর- মাদ্রাজ হাইকোর্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বিচার বিভাগের প্রতি সতর্কবাণী উচ্চারণ করলেন। বিচার বিভাগকে তিনি বলেছেন, দায়িত্ব পালনের সময় নিজ নিজ সীমার মধ্যে থেকে কাজ করুন। রাষ্ট্রপতি পদে সদ্য নির্বাচিত ভারতের এই প্রবীণ রাজনীতিক শনিবার চেন্নাইয়ে মাদ্রাজ হাইকোর্টে ১৫০ বছরপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।


অনুষ্ঠানের সমাপনী বক্তৃতায় বিচারকদের পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেছেন, নিজ নিজ সীমার মধ্যে থেকে কাজ করুন ও আত্ম-সংযমের সঙ্গে ক্ষমতা প্রয়োগ করুন। রাষ্ট্রের স্বতন্ত্র অঙ্গগুলোর ক্ষমতা প্রয়োগের সাংবিধানিক নীতিমালার ক্ষতিসাধনে নেতৃত্ব বিচার বিভাগের দেয়া উচিত হবে না। ভারতে বিভিন্ন অর্থনৈতিক ইস্যু ও নীতিমালা সংক্রান্ত বিষয়াদি নিয়ে সরকারের কাজ করার সময় সুপ্রীমকোর্টের সাম্প্রতিক ক্রমবর্ধমান নির্দেশনা যখন দৃশ্যমান হয়ে উঠছিল ঠিক তখনই রাষ্ট্রপতি এমন মন্তব্য করলেন। তিনি বিচার বিভাগের মর্যাদা রক্ষা করার জন্য সম্ভাব্য সবকিছু করার উপর গুরুত্বারোপ করেন। খবর দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার। প্রণব মুখার্জী বলেছেন, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা প্রয়োগ বিষয়টি পর্যালোচনা করার দায়িত্ব বিচার বিভাগের। তবে বিচার বিভাগের ক্ষমতা প্রয়োগের মাপকাঠি হতে হবে নিজেদের উপর আরোপিত শৃঙ্খলা ও আত্ম-সংযমের ভিত্তিতে। বিচার বিভাগকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ পিলার হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রপতি বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা ব্যাপকভাবে স্বীকৃত এবং এটা গৌরবের বিষয়। গণতন্ত্রের প্রসার ও মৌলিক অধিকারের ক্ষেত্রকে সম্প্রসারিত করছে বিচার বিভাগ। তবে বিচার বিভাগের গুণগত মান বজায় রাখতে হবে। প্রণব মুখার্জী বলেছেন, যে কোন মূল্যে আমরা আমাদের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করব। বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে ভারতের রাষ্ট্রপতি বলেছেন, আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ স্বাধীন এবং বিচারপতিদের রায়ে রাষ্ট্রের এই অঙ্গগুলোর প্রতি সম্মান দেখাতে হবে। রাষ্ট্রপতি বলেছেন, বিচারকদের দক্ষতার উপর নির্ভর করে বিচার বিভাগের মর্যাদা। তিনি বিচারক নিয়োগের বেলায় সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করাসহ এ ক্ষেত্রে প্রতিষ্ঠিত নীতিমালাকে প্রাধান্য দেয়ার উপর গুরুত্বারোপ করেন।

No comments

Powered by Blogger.