ঠাকুরগাঁও হাসপাতাল ঘেরাও অবরোধ


ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর ক্ষুব্ধ স্বজনদের পক্ষ নিয়ে এলাকাবাসী গতকাল সোমবার হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছে। তারা হাসপাতালের সামনের সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গ্রামপুলিশ শাহিন হোসেন (৩৫)। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে তঁাঁর বাবা ফরিদ আলী নাম উল্লেখ না করে কর্তব্যরত ডাক্তারের নামে গতকাল সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, 'এ-সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত চলছে, তদন্তের পরই মামলা রুজু করা হবে।'

শাহিনের স্বজনরা জানান, বুকে ব্যথা নিয়ে গত রবিবার মধ্যরাতে শাহিন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কোনো ছাড়পত্র না দিয়েই তাৎক্ষণিক রোগীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই সঙ্গে একটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণের মধ্যেই শাহিন মৃত্যুর কোলে ঢলে পড়েন। আত্মীয়স্বজন রাতেই শাহিনের লাশ বাড়ি নিয়ে যান। কিন্তু এর পরপরই হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স গিয়ে আবার লাশ নিয়ে আসে। এতে শাহিনের আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সন্দেহ হয়। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল সকাল ১১টার দিকে কয়েক শ মানুষ হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। বিক্ষুব্ধ লোকজন হাসপাতালের সামনের সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ গিয়ে দুপুর ১২টার দিকে রাস্তা থেকে অবরোধকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্তের জন্য শাহিনের লাশ মর্গে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে বিকেল ৪টার দিকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রুস্তম আলী বলেন, 'যেহেতু ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে তাই লাশ পুনরায় হাসপাতালে এনে ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।'


No comments

Powered by Blogger.