রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা আজ

ৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নারায়ণগঞ্জে। হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। সব বয়সী নর-নারী নতুন পোশাক পরে মাকে প্রণাম ও দর্শন করতে বের হচ্ছে। আজ মহাষ্টমী উপলক্ষে চাষাঢ়া রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। জেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার জেলার পাঁচটি উপজেলায় পূজামণ্ডপের সংখ্যা ১৮৭টি।
এর মধ্যে শহরে ৩৮টি। এসব পূজামণ্ডপ ঘিরে রয়েছে ভক্তদের প্রবল আগ্রহ-উদ্দীপনা। রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা শুরু হবে সকাল ১১টায়। স্বামী একনাথানন্দ বলেন, 'এ বছর আমরা সাড়ে সাত বছর বয়সী চতুর্থ শ্রেণীর ছাত্রী বর্ষা চক্রবর্তীকে মাতৃদেবীরূপে পূজা দেব।' বর্ষা টানবাজার এলাকার ব্যবসায়ী শিবু চক্রবর্তীর মেয়ে।

No comments

Powered by Blogger.