রাজশাহীতে র‌্যাবের হাতে তিন অস্ত্র ব্যবসায়ী আটক

রাজশাহীতে র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব বিনোদপুর ক্যাম্পের একটি দল গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে শিবগঞ্জ থানার কানসার্ট বাজার এলাকার অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর ওরফে আলমগীর (৩২), রোকন (২৩) এবং কালুপুর গ্রামের মোস্তফাকে (৫০) আটক করে। গতকাল রবিবার সকালে র‌্যাব রাজশাহীর সদর দপ্তরে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। এ সময় আটককৃতরা অস্ত্র ব্যবসার কথা স্বীকার করে।
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসার্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে গোপালনগর ইলিয়াস মেমোরিয়াল হাসপাতালের মেইন গেটের পাশ থেকে অস্ত্র ব্যবসায়ী আলমগীর, রোকন ও মোস্তফাকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, সম্প্রতি ওই এলাকা দিয়ে অবৈধ অস্ত্র আসছে_এ ধরনের তথ্য পাওয়ার পর র‌্যাবের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

No comments

Powered by Blogger.