ইরাকে এখনো কাজ করছে ব্ল্যাকওয়াটারের সদস্যরা

উইকিলিকসের ফাঁস করা একটি মার্কিন তারবার্তায় বলা হয়েছে, নিষিদ্ধ হওয়ার পরও মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটারের সাবেক সদস্যরা ইরাকে মার্কিন কূটনীতিকদের নিরাপত্তায় অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে। ২০০৭ সালে ১৪ জন বেসামরিক লোককে গুলি করে হত্যার ঘটনায় ব্ল্যাকওয়াটারের সদস্যদের ইরাকে নিষিদ্ধ করা হয়।
২০০৯ সালের জানুয়ারিতে ইরাক ঘোষণা দেয়, ব্ল্যাকওয়াটারের সদস্যদের নিরাপত্তা-কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। ২০০৭ সালের সেপ্টেম্বরে ইরাকের রাজধানী বাগদাদের নাসির স্কয়ারে একজন মার্কিন কূটনীতিকের নিরাপত্তায় নিয়োজিত ব্ল্যাকওয়াটারের সদস্যরা এক ঘটনায় গুলি ছুড়লে ১৪ জন নিহত হয়।
ইরাকের ওই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ব্ল্যাকওয়াটারের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেনি। তবে উইকিলিকসের ফাঁস করা মার্কিন তারবার্তা নিশ্চিত করেছে, ব্ল্যাকওয়াটারের সাবেক সদস্যরা ইরাকের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ করেছে।
গত বছর ৪ জানুয়ারি বাগদাদে নিয়োজিত মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে ওই তারবার্তা পাঠানো হয়। এই তারবার্তাটি গত ৩০ আগস্ট প্রকাশ করা হয়।

No comments

Powered by Blogger.