বলিভিয়ায় ‘জাতীয় পথচারী দিবস’ পালিত

বড় বড় শহর। শহরের রাস্তায় শুধুই মানুষ আর মানুষ। সবাই পথ চলছে হেঁটে। সেখানে যানবাহনের কোনো ছিটেফোঁটারও দেখা নেই; নেই শব্দদূষণ, কালো ধোঁয়া। দেখে মনে হয়, রাস্তাগুলো শুধুই পথচারীদের জন্য তৈরি। পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে গত রোববার এভাবেই প্রথম ‘জাতীয় পথচারী দিবস’ (ন্যাশনাল ডে অব দ্য পেডেস্ট্রিয়ান) পালন করে বলিভিয়া।
দিবস পালন উপলক্ষে দেশটির বড় নয়টি শহরের রাস্তায় চলাচলকারী প্রায় ২০ লাখ যন্ত্রচালিত গাড়ি নিষিদ্ধ করা হয়।
সরকারি সূত্র জানায়, পরিবেশদূষণ সম্পর্কে সবাইকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়।

No comments

Powered by Blogger.