চালের বিনিময়ে মিয়ানমারের অস্ত্র আমদানি

মিয়ানমারের সামরিক শাসক চালসহ বিভিন্ন কৃষিপণ্যের বিনিময়ে উত্তর কোরিয়া থেকে অস্ত্র আমদানি করত। উইকিলিকসে প্রকাশিত এক গোপন মার্কিন কূটনৈতিক তারবার্তায় এমনটি দাবি করা হয়েছে।
ইয়াঙ্গুনে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ২০০৯ সালে পাঠানো ওই তারবার্তায় বলা হয়, সামরিক জান্তানিয়ন্ত্রিত কোম্পানি মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের মাধ্যমে উত্তর কোরিয়ায় প্রায় ২০ হাজার টন চাল রপ্তানি করেছে মিয়ানমার।
তারবার্তায় নির্ভরযোগ্য এক ব্যবসায়িক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, মিয়ানমার পাঁচ বছরেরও বেশি সময় ধরে কমিউনিস্ট দেশটিতে এই রপ্তানি কার্যক্রম চালিয়ে আসছে। এর বিনিময়ে দেশটি থেকে ক্ষেপণাস্ত্র আমদানি করছে ইয়াঙ্গুন। পাশাপাশি গত বছর উইকিলিকসে প্রকাশিত মার্কিন কূটনৈতিক তারবার্তা থেকে জানা গেছে, পিয়ংইয়ংয়ের সহায়তায় মিয়ানমার গোপনে পারমাণবিক কার্যক্রমও চালাচ্ছে।

No comments

Powered by Blogger.