মুগাবে ক্যানসারে আক্রান্ত

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে (৮৭) অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত এবং ২০১৩ সালের পর তিনি না-ও বাঁচতে পারেন।
উইকিলিকস প্রকাশিত নতুন নথিতে দাবি করা হয়েছে, মুগাবের অগ্ন্যাশয়ে ক্যানসার ধরা পড়েছে এবং ২০০৮ সালে চিকিৎ সকেরা সতর্ক করে বলেছেন, তিনি আর মাত্র পাঁচ বছর বাঁচবেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুগাবের এই ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি ২০০৮ সালে এক গোপন বৈঠকের সময় জিম্বাবুয়ের রিজার্ভ ব্যাংকের গভর্নর গিডিওন গনো হারারেতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস ম্যাকগিকে জানিয়েছিলেন।
ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় ম্যাকগি লিখেছেন, ‘গনোর দেওয়া তথ্য অনুসারে মুগাবের চিকিৎ সক তাঁকে কর্মতৎ পরতা কমিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং মুগাবে তাঁর চিকিৎ সককে বলেছেন, নির্বাচনের পর তিনি দায়িত্ব থেকে ইস্তফা দেবেন।

No comments

Powered by Blogger.