বিক্ষোভের মুখে সূচক বাড়ল পুঁজিবাজারে

বিনিয়োগকারীদের বিক্ষোভের মুখে আজ সোমবার দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। এর ফলে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। তবে দুই বাজারেই আজ সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৪০.৭৭ পয়েন্ট বেড়ে ৫৮৪১.২০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ৯০ পয়েন্ট কমে যায়। এ সময় বিনিয়োগকারীরা ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করেন। এর পর থেকে নাটকীয়ভাবে সূচকের তীর ঊর্ধ্বমুখী হয়। আর বেলা দুইটার দিকে সূচক ৮৬ পয়েন্ট বেড়েছিল।
ডিএসইতে হাতবদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮০টিরই আজ দাম বেড়েছে, কমেছে ৬৪টির, আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৬ কোটি টাকা কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৮৬ পয়েন্ট বেড়ে ১৬৫১৩.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাতবদল হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টিরই দাম বেড়েছে, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।

No comments

Powered by Blogger.