চীনে কারখানার দূষণের প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর

চীনে একটি সৌর প্যানেল তৈরি কারখানার ব্যর্জের দূষনের প্রতিবাদে এলাকার শত শত বাসিন্দা বিক্ষোভ করেছে। দক্ষিণ চীনের ঝিঝিয়াং প্রদেশে জিঙ্কো সোলার নামের ওই কারখানায় তারা ব্যাপক ভাঙচুরও চালিয়েছে। বিক্ষোভকারীরা বলেছে, কারখানাটি থেকে সৃষ্ট দূষণের কারণে মানবদেহে ক্যানসার ছড়াচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল রোববার এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০০ বিক্ষোভকারী গত বৃহস্পতিবার ঝিঝিয়াং প্রদেশের হেইনিং শহরে জড়ো হয়। তারা পার্শ্ববর্তী একটি নদীতে বিপুল পরিমাণে মাছ মরে যাওয়ার ব্যাখ্যা দাবি করে।
বিক্ষোভকারীরা জানিয়েছে, কারখানাটির দূষণের কারণে হেইনিং শহরের কাছে হংজিয়াও গ্রামের কমপক্ষে ৩১ জন বাসিন্দা ক্যানসার রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ছয়জন লিউকেমিয়ায় আক্রান্ত।
সিনহুয়ার খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা গত বৃহস্পতিবার জিঙ্কো সোলার কারখানাটির ফটক ভেঙে ভেতরে ঢুকে কয়েকটি দাপ্তরিক কক্ষ ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পরে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সন্ধ্যা পর্যন্ত সেখানে বিক্ষোভ অব্যাহত ছিল।

No comments

Powered by Blogger.