সোয়ানের লক্ষ্য হোয়াইটওয়াশ

পরের দুই টেস্টের যেকোনো একটিতে জিতলেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে ইংল্যান্ড। পরের দুই টেস্ট ড্র করলেও চলবে। কিন্তু শুধু ১ নম্বরেই সন্তুষ্ট থাকতে চান না গ্রায়েম সোয়ান। ভারতকে বাগে যখন পেয়েছেন, হোয়াইটওয়াশের লজ্জাতেই ডোবাতে চান! ইংলিশ স্পিনারের ইচ্ছা, ১ নম্বরটা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ভারতকে ৪-০-তে হারানো।
প্রথম দুই টেস্টে ১৯৬ ও ৩১৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্পিনারকে আত্মবিশ্বাস জোগাচ্ছে লর্ডস ও ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের পারফরম্যান্স, ‘সিরিজটাকে ৪-০ করতেই আমার বেশি ভালো লাগবে। আমরাই একমাত্র দল, যারা এটা করতে পারি। প্রথম দুই টেস্টে আমাদের পারফরম্যান্স নিখুঁত ছিল না, তার পরও আমরা বেশ সহজে জিতেছি। ওই ঘাটতিগুলো যদি আমরা পুষিয়ে নিতে পারি এবং বাকি সবকিছু ঠিকঠাক করতে পারি, আমাদের হারানো কঠিন হবে।’
পরের টেস্ট এজবাস্টনে অবশ্য সোয়ানেরই খেলা নিয়ে সংশয় ছিল। ট্রেন্টব্রিজে ব্যাটিংয়ের সময় আঘাত পেয়েছিলেন বাঁ হাতে। খানিকটা অস্বস্তি এখনো আছে, তবে সেটা বড় কিছু নয়। দ্বিতীয় দফা স্ক্যান করার পর নিজেকে ফিট ঘোষণা করেছেন এই অফ স্পিনার।

No comments

Powered by Blogger.