হোয়াইটওয়াশের স্বপ্ন বোথামের

প্রথম দুটি টেস্টেই দুর্দান্ত জয় দিয়ে ভারতের বিপক্ষে সিরিজ জয়টা প্রায় নিশ্চিতই করে ফেলেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে এখন শুধু সিরিজ জয় না, ভারতকে হোয়াইটওয়াশেরই স্বপ্ন দেখছেন ইয়ান বোথাম। সিরিজের বাকি দুটি টেস্টও ইংল্যান্ডের না জেতার কোনো কারণই দেখছেন না সাবেক এই ইংলিশ অলরাউন্ডার।
ডেইলি মিরর পত্রিকায় এক কলামে বোথাম লিখেছেন, ‘সিরিজটা ৪-০ ব্যবধানে শেষ না করতে পারার কোনো কারণই আমি দেখছি না। প্রথম দুটি ম্যাচের মতো বাকি দুটো টেস্টও ইংল্যান্ডের জেতা উচিত।’ ভারতের ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টেই ইংলিশ পেসারদের সামনে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। মোট চারটি ইনিংসের কোনোটিতেই ৩০০ রানের কোটা অতিক্রম করতে পারেনি সফরকারীরা। তবে বাকি দুটি টেস্টে মাঠে নামতে যাচ্ছেন বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। এঁদের অন্তর্ভুক্তি ভারতের ব্যাটিং অর্ডারে অনেক পরিবর্তন আনবে বলে আশা করছেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু এটাকে ইংল্যান্ডের জন্য খুব বেশি হুমকি ভাবছেন না বোথাম। তিনি বলেছেন, ‘কেউ যদি আশা করে যে শেবাগ ও গম্ভীরের মাঠে ফেরাটা ভারতের জন্য সৌভাগ্য বয়ে আনবে, তাহলে তাদের আরও একবার ভাবা উচিত। কারণ, শেবাগের ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার কোনো অভিজ্ঞতা নেই। আর আমার মনে হয় ইংলিশ পেসারদের সামনে প্রথমে ব্যাটিং করতে নামাটা তাঁর জন্য খুব কঠিনই হবে।’ একমাত্র রাহুল দ্রাবিড় ছাড়া ভারতীয় ব্যাটিং অর্ডারকে খুবই ভঙ্গুর বলেই মনে করেন বোথাম।

No comments

Powered by Blogger.