দরপতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার পুঁজিবাজারে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি। চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয় দুই স্টক এক্সচেঞ্জে। উভয় স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক দিনের মধ্যে সর্বোচ্চ ৫০ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক কমতে থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪০.৫৬ পয়েন্ট কমে ৬১৭২.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ৪৩৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৯৬ কোটি টাকা কম।
আজ হাতবদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টি প্রতিষ্ঠানের, কমেছে ১৮৪টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দাম কমেছে। এ ছাড়া প্রকৌশল খাতের ২৩টির মধ্যে ১৬টির, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৫টির, জ্বালানি খাতের ১৩টির মধ্যে ১১টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৪টির, বিবিধ খাতের ৯টির মধ্যে আটটির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১২টির, বস্ত্র খাতের ২৪টির মধ্যে ১৮টি প্রতিষ্ঠানের দাম কমেছে। টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দামও আজ কমেছে।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, এমআই সিমেন্ট, বেক্সিমকো, মালেক স্পিনিং, গ্রামীণফোন, আরএন স্পিনিং, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও কেয়া কসমেটিকস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৮৯.৮৪ পয়েন্ট কমে ১৭৬৪৭.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩৪টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম।

No comments

Powered by Blogger.