‘শিবনগর’ থেকে ‘স্ন্যাপডিল ডটকম নগর’

ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামের নাম বদলে ফেলেছে সেখানকার বাসিন্দারা। আগে সেটির নাম ছিল শিবনগর। স্ন্যাপডিল ডট কম নামের একটি অনলাইন দৈনিকের নামের সঙ্গে মিল রেখে এখন গ্রামটির নাম রাখা হয়েছে স্ন্যাপডিল ডট কম নগর। অনলাইন কোম্পানিটি ওই গ্রামে হস্তচালিত নলকূপ বসিয়ে খাওয়ার পানির সমস্যা দূর করায় গ্রামবাসী কৃতজ্ঞতাস্বরূপ এ নাম দিয়েছে।
গ্রামবাসীর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ দেখে খোদ স্ন্যাপডিল ডট কমও চমকে গেছে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কুনাল বল বলেছেন, তাঁরা যা করেছেন, তা অতি নগণ্য। তাঁরা ওই গ্রামে ১৫টি হস্তচালিত নলকূপ বসিয়ে দিয়েছেন। এতে তাঁদের মোট খরচ পড়েছে মাত্র পাঁচ হাজার ডলার।
কুনাল বল জানিয়েছেন, তাঁদের কোম্পানি খুব শিগগির গ্রামটির শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের উন্নয়নকাজ শুরু করবে।
স্ন্যাপডিল ডট কম নগরের গ্রাম পঞ্চায়েত সুরেশ পাল বলেন, কোম্পানিটির মহতী উদ্যোগের ফলে গ্রামের সবাই উপকৃত হয়েছে। তাই তাদের প্রতি সম্মান জানাতে স্থানীয় বাসিন্দারা গ্রামটির নতুন নাম দিয়েছে।

No comments

Powered by Blogger.