বিচারের প্রাক্কালে অভিযোগ অস্বীকার করলেন বেন আলী

তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এ ছাড়া দেশটিতে বর্তমানে বিরাজমান নৈরাজ্য ও অন্ধকার তিউনিসিয়া কাটিয়ে উঠবে এবং উন্নয়নের পথে অগ্রসর হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বিভিন্ন অভিযোগে সাবেক পরাক্রমশালী এই শাসকের বিচার শুরুর প্রাক্কালে তাঁর আইনজীবী এসব কথা জানিয়েছেন। আজ সোমবার দেশটির রাজধানী তিউনিসে বেন আলীর অনুপস্থিতিতে তাঁর বিচারকাজ শুরু হবে।
বেন আলী ও তাঁর স্ত্রী লেইলা ত্রাবেলসির অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তির একটি তালিকা তৈরির চেষ্টা করছেন তদন্তকারীরা। জাতীয় কমিশন-প্রধানের আনুমানিক হিসাব অনুসারে, এ সম্পত্তির পরিমাণ তিউনিসিয়ার মোট জাতীয় উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ।
এ ছাড়া বেন আলীর কার্থেজের প্রাসাদে মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র পাওয়ারও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে দেশটির এই সাবেক শাসকের পাঁচ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া হত্যা ও নির্যাতনের অন্য অভিযোগগুলোর বিচার হবে সামরিক আদালতে। অভিযুক্ত হলে তাঁর মৃত্যুদণ্ডও হতে পারে।

No comments

Powered by Blogger.