বই লেখা ও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন হেডলি

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন জঙ্গি ডেভিড হেডলি বই লেখা ও নিজের জীবনকাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন। এ ছাড়া কারাগার থেকে মুক্তির পর সারা বিশ্বে ইসলাম ধর্ম প্রচারে মনস্থির করেছেন তিনি।
সম্প্রতি শিকাগোর একটি আদালতে মুম্বাই হামলার মামলার শুনানি চলাকালে হেডলি এসব কথা বলেন।
২০০৮ সালে মুম্বাই হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য ডেভিড হেডলি।
৫০ বছর বয়সী হেডলি আরও বলেন, তিনি তাঁর স্ত্রী সাজিয়াকে বাইবেল ও কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন।
আত্মস্বীকৃত এই সন্ত্রাসী ২০০৮ সালে মুম্বাই হামলার আগে এ হামলার লক্ষ্যস্থলগুলো জরিপ করেন। এ হামলায় ১৬৬ জন মারা যায়। তিনি বলেন, তাঁর ভাই হামজা ও চাচা সালাতও লস্কর-ই-তাইয়েবার জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। পাকিস্তানে থাকাকালে তাঁরাই তাঁকে সাহায্য করেছেন।

No comments

Powered by Blogger.