পরিবর্তন না আনলে পাকিস্তানকে আর সামরিক সহায়তা নয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন না আনলে পাকিস্তানে আগের মতো সামরিক সহায়তা অব্যাহত রাখা হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত বৃহস্পতিবার এ কথা বলেন।
সিনেটের একটি কমিটিকে হিলারি বলেন, পাকিস্তান কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের সামরিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়। পাকিস্তানকে কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি হিলারি। তবে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে পারস্পরিক স্বার্থ ও পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করার সময় এখনই।
হিলারি ক্লিনটন আরও বলেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের আত্মগোপন সম্পর্কে পাকিস্তানের শীর্ষ নেতা ও কর্মকর্তারা জানতেন, এটা যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাস করে না।
যুক্তরাষ্ট্র প্রতি বছর পাকিস্তানকে ৩০০ কোটি ডলার সহায়তা দিয়ে থাকে। ওই সহায়তার একটি বড় অংশ সামরিক খাতে ব্যয় করা হয়।

No comments

Powered by Blogger.