সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ১

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কিসওয়াহ শহরে গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। এতে কমপক্ষে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। মানবাধিকার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের দাবিতে গতকাল জুমার নামাজের পর মুসল্লিরা দেশজুড়ে বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের গ্রুপ সিরিয়ান রেভল্যুশন ২০১১ এ বিক্ষোভের ডাক দেয়।
লন্ডনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের একজন কর্মকর্তা জানান, কিসওয়াহে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন অভিযানে সহায়তা দেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের রেভল্যুশনারি গার্ডের তিনজন কমান্ডারের ওপর অবরোধ আরোপ করেছে। রেভল্যুশনারি গার্ডের প্রধান ব্রিগেডিয়ার কমান্ডার মোহাম্মদ আলী জাফারি, মেজর জেনারেল কাসেম সোলায়মানি ও হোসেইন তায়েবের ওপর এ অবরোধ আরোপ করা হয়। অবরোধের আওতায় তাঁদের সম্পদ জব্দসহ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

No comments

Powered by Blogger.