রুয়ান্ডার গণহত্যায় জড়িত সাবেক নারী মন্ত্রীর যাবজ্জীবন

রুয়ান্ডার গণহত্যায় জড়িত থাকার দায়ে দেশটির সাবেক নারী মন্ত্রী পলিন নিরামাসুহুকোকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গণহত্যা ও ধর্ষণে প্ররোচনার দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়। রুয়ান্ডার গণহত্যা বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল শুক্রবার এই রায় দেন। রুয়ান্ডার গণহত্যার ঘটনায় এই প্রথমবারের মতো কোনো নারীর সাজা হলো।
১৯৯৪ সালে গণহত্যার সময় রুয়ান্ডার পরিবার ও নারী উন্নয়নবিষয়ক মন্ত্রীর দায়িত্বে ছিলেন পলিন নিরামাসুহুকো। আট লাখ মানুষ গণহত্যার শিকার হয়, যার বেশির ভাগই জাতিগতভাবে তুতসি। নিরামাসুহুকো, তাঁর ছেলে ও স্থানীয় চারজন কর্মকর্তা সংঘবদ্ধভাবে গণহত্যায় জড়িত ছিলেন বলে প্রমাণ মিলেছে। নিরামাসুহুকো তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করছেন।
আদালতের প্রধান বিচারক উইলিয়াম হুসেন সেকুলে বলেন, ‘তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সঙ্গে গণহত্যা চালানোর ষড়যন্ত্রের সঙ্গে পলিন জড়িত ছিলেন।

No comments

Powered by Blogger.