কার্ডিফ টেস্টের বৃষ্টিস্নাত শুরু

ইংলিশ আন্তর্জাতিক মৌসুমের শুরুটা হলো বৃষ্টিস্নাত। খেলা শুরুর কথা ছিল স্থানীয় সময় বেলা ১১টায়, কিন্তু বৃষ্টির কারণে টসই হলো বেলা সোয়া দুইটায়! টসের পরপরই আবার বৃষ্টি, শেষ পর্যন্ত খেলা শুরু হলো বেলা সাড়ে তিনটায়। শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন তিলকরত্নে দিলশান। সিদ্ধান্তটা যে ভুল ছিল না ওপেনিংয়ে এক শর কাছাকাছি (৯৩) রান তুলে সেটা প্রমাণ করেছেন দুই ওপেনার দিলশান ও পারানাভিতানা। দিলশান অধিনায়কত্বের অভিষেক উদ্যাপন করলেন ফিফটি দিয়ে। ৫০ রানে ফিরেছেন গ্রায়েম সোয়ানের বলে বোল্ড হয়ে। এর আগে লঙ্কা অধিনায়ক ছুঁয়েছেন টেস্টে ৪ হাজার রান। ফিফটি করেছেন পারানাভিতানাও। দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে দিনশেষে ৪৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৩৩/২। অ্যান্ডারসনের বলে প্রিয়রের হাতে ক্যাচ দিয়েছেন কুমার সাঙ্গাকারা (১১)। ওয়ার্ম আপ ম্যাচে দুটি সেঞ্চুরি করা পারানাভিতানা ব্যাট করছেন ৫৮ রানে। সঙ্গী জয়াবর্ধনের রান ৪। ওয়েবসাইট।
উইকেট কিন্তু দুই অধিনায়ককে দুই রকম বুঝিয়েছে। স্ট্রাউস যেমন জানালেন, জিতলে তিনি ফিল্ডিংই নিতেন। তিন পেসার আর এক স্পিনার নিয়ে খেলছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা খেলছে পাঁচজন বোলার নিয়ে, এর দুজন আবার স্পিনার—অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথ। টেস্ট ক্যাপ পেয়েছেন অলরাউন্ডার থিসারা পেরেরা, সাড়ে তিন বছর পর টেস্ট খেলছেন ফারভিজ মাহারুফ।

No comments

Powered by Blogger.