মেক্সিকোতে মাদকচক্রের বন্দুকযুদ্ধে নিহত ২৮

মেক্সিকোতে গত বুধবার দুটি মাদকচক্রের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে ২৮ জন নিহত হয়েছে। রাজধানী মেক্সিকো সিটি থেকে ৮০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে নারিয়াত অঙ্গরাজ্যের রুইজ নামক জায়গার কাছে ওই ঘটনা ঘটে।
নারিয়াতের একজন আইনজীবী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ২৮টি মৃতদেহ ও ১০টি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেছে। এ ছাড়া আহত আরও চার ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চক্র দুটির সদস্যরা পরস্পরের প্রতি বৃষ্টির মতো গুলি ছুড়েছে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের সময় তারা গ্রেনেডও ছুড়ে মেরেছে। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানান, সেনাবাহিনী ও মেরিন সেনারা ঘটনাস্থলে রয়েছেন। তবে বন্দুকযুদ্ধের ঘটনা কেন ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন ২০০৬ সালে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মাদকসংশ্লিষ্ট সহিংসতায় দেশটিতে প্রায় ৩৭ হাজার মানুষ নিহত হয়েছে।

No comments

Powered by Blogger.