চেচনিয়ায় আল-কায়েদার এক নেতা নিহত

আল-কায়েদার এক শীর্ষ নেতাকে চেচনিয়ায় হত্যা করেছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। নিহত ওই নেতার নাম দোগার সেভদেৎ। তিনি উত্তর ককেসাস অঞ্চলে আল-কায়েদার বিদেশি সদস্যদের সমন্বয় করতেন। রাশিয়ার জাতীয় সন্ত্রাস-দমন কমিটি গত বুধবার এ তথ্য জানিয়েছে।
নিহত সেভদেৎ তুর্কি বংশোদ্ভূত। তিনি ১৯৯১ সালে ককেসাস অঞ্চলে যান। অভিযোগ রয়েছে, সেখান থেকেই একাধিক সন্ত্রাসী হামলা পরিচালনা করেন তিনি। গত মঙ্গলবার চেচনিয়ার ভেদেসেঙ্ক এলাকায় রুশ নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সেভদেৎ নিহত হন।
এ ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে রুশ নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে সৌদি বংশোদ্ভূত মোগানেদ নামের আরও একজন দুর্ধর্ষ আল-কায়েদা জঙ্গিকে হত্যা করে। বিশ্লেষকদের দাবি, গত কয়েক বছরে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে এটাই ছিল নিরাপত্তা বাহিনীর বড় ধরনের সাফল্য।
ওসামা হত্যার ঘটনাকে স্বাগত জানিয়ে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে এটা একটা বিরাট সাফল্য।’

No comments

Powered by Blogger.