চীনের অর্ধেক দুগ্ধখামার বন্ধ হয়ে যাচ্ছে

নতুন লাইসেন্স পেতে ব্যর্থ হওয়ায় চীনের দুগ্ধখামারের প্রায় অর্ধেকই বন্ধ হয়ে যাচ্ছে। সে দেশের মান পরিদর্শন সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, দেশটিতে প্রায় এক হাজার ১৭৫টি দুগ্ধখামার রয়েছে। এর মধ্যে ৫৩৩টিকে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে মানোন্নয়নের শর্ত সাপেক্ষে ১০৭টিকে পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হবে। বর্তমানে ১৪৫টি কোম্পানি শিশুদের জন্য গুঁড়ো দুধ উৎপাদন করছে। এগুলোর মধ্যে ১১৪টির লাইন্সেস নবায়ন করা হয়েছে।
প্রসঙ্গ, চীনে ২০০৮ সালে মেলামিনমিশ্রিত গুঁড়ো দুধ পান করে ছয় শিশুর মৃত্যু হয়। এ ছাড়া অন্তত তিন লাখ শিশু কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়। এ ঘটনার পর থেকে চীনের দুগ্ধখামারের ওপর নজরদারি বাড়ায় সরকার।

No comments

Powered by Blogger.