সিলেটে ‘অর্থনৈতিক সুশাসন’ প্রকল্প

সিলেটে সামাজিক অগ্রগতি, সুষম অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও বেসরকারি খাতের বিকাশ ত্বরান্বিত করতে ‘অর্থনৈতিক সুশাসন’ নামে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হবে।
এ ব্যাপারে গতকাল সিলেট চেম্বারের প্রশাসক মোহাম্মদ আবুল হাসান এবং বাংলাদেশে এশিয়া ফাউন্ডেশনের প্রধান হাসান মজুমদার একটি সমঝোতা চুক্তিতে সই করেন। এ সময় দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি এম এ সালাম, আবদুর রাজ্জাক চৌধুরী, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইসমাইল হোসেন, আবদুল হান্নান চৌধুরী, সাবেক পরিচালক লায়েস উদ্দীন, হিজকিল গুলজার, উইমেন বিজনেস ফোরামের সভাপতি আনোয়ারা খাতুন, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোতওয়াছির আলী, বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সভাপতি ফয়েজ রাজা চৌধুরী এবং এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা জাফর ইকবাল ও সুপর্ণা হাসান উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.