দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে যাচ্ছেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে যাচ্ছেন। আজ সোমবার এ ঘোষণা আসতে পারে। আজকের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হতে পারে। গত শনিবার ডেমোক্রেটিক পার্টির কর্মকর্তারা এ কথা জানান।
একনিষ্ঠ সমর্থকদের কাছে ইলেক্ট্রনিক বার্তা পাঠানোর মাধ্যমে প্রেসিডেন্ট ওবামা তাঁর প্রচারাভিযান শুরু করবেন বলে জানা গেছে।
ডেমোক্রেটিক পার্টির দুজন কর্মকর্তা জানান, ওবামার ঘোষণা ও কাগজপত্র দাখিলের সময় সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে খুব সম্ভবত সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনে (এফইসি) মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
শিকাগো-সান টাইমস পত্রিকা জানায়, সোমবারের মধ্যে এফইসিতে নিবন্ধন করতে পারেন প্রেসিডেন্ট ওবামা।
এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র জানায়, প্রেসিডেন্ট ওবামা খুদেবার্তা, ই-মেইল ও সামাজিক যোগাযোগের মাধ্যমের সাহায্যে তাঁর ঘোষণা সরাসরি সমর্থকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন।
দুই বছর হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে শিকাগোফেরত ডেভিড এক্সেলরড আবারও ওবামার প্রচারাভিযানের কৌশলগত প্রধানের দায়িত্ব পালন করবেন বলে মনে করা হচ্ছে।
এদিকে এক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রোমনি ও সারাহ পেলিনের চেয়ে এগিয়ে রয়েছেন ওবামা।

No comments

Powered by Blogger.