আইএসআই সম্পর্কে মার্কিনিদের মনোভাবে ক্ষুব্ধ পাকিস্তান

পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) সম্পর্কে মার্কিন তদন্তকারীদের মনোভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান। সম্প্রতি ফাঁস হওয়া গোপন মার্কিন নথিপত্র থেকে জানা যায়, মার্কিন তদন্তকারীরা আইএসআইকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনে করেন। গত মঙ্গলবার পাকিস্তানের পক্ষ থেকে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের ২০০৭ সালের গোপন তালিকা ‘টেরোরিস্ট অ্যান্ড টেরোরিস্ট সাপোর্ট এনটিটিস’-এ আইএসআইকে ইরানি গোয়েন্দা সংস্থা ও তালেবানসহ প্রায় ৭০টি গোষ্ঠীর সঙ্গে একই কাতারে রাখা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, আন্তর্জাতিক পরিসরে আইএসআইর সুনামহানি করা হয়েছে। তিনি বলেন, আইএসআই রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং কখনোই জড়িত ছিল না।

No comments

Powered by Blogger.