মাউন্ট এভারেস্টে যেতে চান প্রিন্স হ্যারি

সম্প্রতি সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদবি পেয়েছেন। অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট বনেও গেছেন। ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি এবার শখ করেছেন, পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে যাবেন। তাঁর ইচ্ছা আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মে মাসেই এই দুঃসাহসিক অভিযানে দেখা যেতে পারে প্রিন্স হ্যারিকে।
ব্রিটিশ সেনাবাহিনীর যুদ্ধাহত সদস্যদের একটি সংগঠন আছে, যার নাম ওয়াকিং উইথ দ্য উন্ডেড। এই দলটি সম্প্রতি সফলতার সঙ্গে উত্তর মেরু অভিযান সম্পন্ন করেছে। দলটির সদস্যদের অভিনন্দন জানাতে গিয়ে নিজের মাউন্ট এভারেস্ট অভিযানের ইচ্ছার কথা জানান হ্যারি।
যুদ্ধাহত সেনাদের চারজনের একটি দল চলতি মাসের গোড়ার দিকে উত্তর মেরু অভিযানে যায়। কারও কোনো সাহায্য ছাড়াই ১৩ দিনে ১৭০ মাইল দুর্গম পথ পাড়ি দেয় তারা। তাদের সবাই আফগানিস্তান যুদ্ধে আহত হয়েছে। আহত সেনাদের পক্ষে এটাই ছিল প্রথম উত্তর মেরু অভিযান।

No comments

Powered by Blogger.