চীনে মেলামিনযুক্ত ২৬ টন গুঁড়ো দুধ উদ্ধার

চীনের পুলিশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরের একটি আইসক্রিম প্রস্তুতকারী কোম্পানি থেকে মেলামিনযুক্ত ২৬ টন গুঁড়ো দুধ উদ্ধার করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গত মঙ্গলবার এ কথা জানায়। তিন বছর আগে মেলামিন মেশানো গুঁড়ো দুধ খেয়ে দেশটিতে ছয় শিশুর মৃত্যু হয়।
বার্তা সংস্থাটি আরও জানায়, আইসক্রিম কোম্পানিটি গত মার্চে দক্ষিণের গুয়াংসি এলাকার একটি কোম্পানির কাছ থেকে বাজারদরের চেয়ে কম দামে ওই দুধ কেনে।
ইনার মঙ্গোলিয়ার প্রত্যন্ত এলাকায় এই গুঁড়ো দুধ প্রস্তুত করা হয়। ২০০৯ সালে প্রথমবারের মতো গুয়াংসি এলাকার ওই কোম্পানির কাছে এসব গুঁড়ো দুধ বিক্রি করা হয়। জব্দ করা গুঁড়ো দুধের বেশির ভাগই ছিল জমাট বাঁধা। মেলামিন মিশ্রণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনটি কোম্পানির ব্যবস্থাপকদের আটক করা হয়েছে।
২০০৮ সালে মেলামিনযুক্ত গুঁড়ো দুধ খেয়ে চীনে ছয় শিশুর মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়ে প্রায় তিন লাখ শিশু। চলতি মাসেও নাইট্রেট মেশানো দুধ পান করে দেশটিতে তিনটি শিশু মারা যায়।

No comments

Powered by Blogger.