বাহরাইন ইস্যুতে কুয়েতের মন্ত্রিসভার পদত্যাগ

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ গতকাল শুক্রবার মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তিনি একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এই মন্ত্রিপরিষদকেই কাজ চালিয়ে যেতে অনুরোধ করেছেন।
সরকারি ফরমান অনুসারে প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কাজ চালিয়ে যাবেন।
প্রতিবেশী দেশ বাহরাইনের আন্দোলনকে ঘিরে গত বৃহস্পতিবার কুয়েতের মন্ত্রিসভা পদত্যাগ করে।
মন্ত্রিসভার পদত্যাগের ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করেন শাসক আল-সাবাহ পরিবারের তিনজন মন্ত্রী। প্রতিবেশী বাহরাইনের সরকারকে সাহায্য করতে কুয়েত কেন সেখানে সৈন্য পাঠাল না—বিতর্কিত এই প্রশ্নের জবাব এড়াতে মন্ত্রিসভা পদত্যাগ করেছে বলে কুয়েতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
শাসকগোষ্ঠীর পত্রিকা আল ওয়াতান-এর খবরে বলা হয়, পরারষ্ট্রমন্ত্রী এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন, যার উত্তর দেশে সাম্প্রদায়িকতাকে উসকে দিতে পারে। তবে প্রধানমন্ত্রী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এবং প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বাহরাইন পরিস্থিতি নিয়ে কোনো রূপ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

No comments

Powered by Blogger.