ট্রটের বিশ্বাস ইংল্যান্ড পারবে

সূচি নিয়ে সমালোচনা, উইকেট নিয়ে অসন্তোষ—ইংল্যান্ড যেন বিশ্বকাপে এসেছিল সবকিছু নিয়ে প্রশ্ন তুলতে। ইংলিশদের এই প্রশ্নের ঝড় থেমে গেছে। এখন তো সূচি, উইকেট, ভারতের গরম—সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে তারা। এসব নিয়ে প্রশ্ন তোলার আর সময় নেই। তাদের শিরে সংক্রান্তি। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে না পারলে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে।
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজকে তাই হারাতেই হবে। দিন-রাত, অনুশীলনে কি অবসরে, এই একই কথা জপে যাচ্ছেন ইংল্যান্ডের খেলোয়াড়েরা—ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে, যেতে হবে শেষ আটে। পল কলিংউড বলেছেন, এর পর বলেছেন সোয়ান। আর এখন ‘মি. ধারাবাহিক’ জোনাথন ট্রটও বললেন সেই একই কথা, ‘সূচি নিয়ে কথা বলাটা এখন বোকামি। আমরা সতেজ না থাকতে পারি, কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের অবস্থা এখন কী এবং এই বিশ্বকাপে আমরা কী চাচ্ছি। দেশের লাখ লাখ মানুষ এই আশা করে আছে, এখন যে অবস্থায় আছি, এখান থেকেই কিছু একটা করে ফেলব আমরা।’
সেই কিছু একটা করতে দুটি বাধা অবশ্যই অতিক্রম করতে হবে ইংল্যান্ডকে। একটি চেন্নাইয়ের গরম, অন্য বাধা ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ড। ম্যাচটি হবে চেন্নাইয়ে এবং এই সময়ে চেন্নাইয়ের তাপমাত্রা বেশির ভাগ সময়েই ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আর এই বিশ্বকাপে পোলার্ড-ঝড় তো অপ্রতিরোধ্য।
বিশ্বকাপে এই প্রথম খেলছেন পোলার্ড। ৪ ইনিংসে ৪১ গড়ে ১৬৪ রান করেছেন। ইংল্যান্ডের পোলার্ডকে নিয়ে সবচেয়ে বড় ভয় তাঁর স্ট্রাইক রেট—১৬৪.০০। ৪ ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি। হল্যান্ডের বিপক্ষে ২৭ বলে করেছেন ৬০ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৪ রান করেছেন ৫৫ বলে। পোলার্ডকে ইংল্যান্ড থামাবে কী করে? দলের প্রধান পেসার জেমস অ্যান্ডারসন একেবারেই ফর্মে নেই। টিম ব্রেসনান ছাড়া সুবিধা করতে পারছেন না তেমন কেউই। তবে ট্রটের বিশ্বাস, পোলার্ডকে থামাতে পারবেন তাঁরা।
তা না হয় পারলেন। কিন্তু চেন্নাইয়ের গরম? এর মধ্যেই জ্বরে পড়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস ও গ্রায়েম সোয়ান। জ্বরের সঙ্গে পরশু যোগ হয়েছে সোয়ানের পেটের পীড়া। দুই দিন অনুশীলন করতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক ও দলের সেরা স্পিনার। তবে ট্রটের বিশ্বাস, ম্যাচের আগে তাঁরা ঠিকই সেরে উঠবেন, ‘তারা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুরো ফিট হয়ে যাবে। দুই দিনের জ্বর সেরে তারা এখন আগের চেয়ে ভালো অনুভব করছে। তবে চেন্নাইয়ের আর্দ্রতা খুব বেশি।’
প্রকৃতিও যেন বাগড়া দিতে চায় ইংল্যান্ডের এগিয়ে চলায়! তাহলে কি এই বিশ্বকাপে নিজেদের সবগুলো ম্যাচে নাটকীয়তার জন্ম দেওয়া ইংল্যান্ডের ভবিতব্য বাড়ি ফিরে যাওয়া? আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল?
ট্রট সে রকম কিছু দেখছেন না। বিশ্বকাপের ৫ ম্যাচে ৪টি ফিফটি করা ব্যাটসম্যানের কণ্ঠে আত্মবিশ্বাস। কলিংউড আর সোয়ানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তিনিও বলেছেন, ‘আমরা জানি, যেকোনো দলকেই হারাতে পারি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আমরা এটা দেখিয়েছি। ভারতের বিপক্ষেও অনেক ভালো খেলেছি। শুধু আমাদের ব্যাটিং-বোলিং একসঙ্গে জ্বলে উঠতে হবে।’

No comments

Powered by Blogger.