ভারতে ৩৬ মাওবাদী নিহত

ভারতে মাওবাদী-অধ্যুষিত ছত্তিশগড় ও বিহার রাজ্যে যৌথ বাহিনীর সঙ্গে লড়াইয়ে গত সোমবার ৩৬ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে ছত্তিশগড়ে ৩০ জন এবং বিহারে ছয়জন। এ ছাড়া পুলিশসহ চার নিরাপত্তাকর্মী নিহত এবং নয়জন আহত হয়েছেন। বিহারে ধরা পড়েছে আটজন সশস্ত্র মাওবাদী। দুই রাজ্যের মাওবাদীদের ঘাঁটি থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ছত্তিশগড় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (নকশাল দমন) রামবিলাস বলেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর যৌথ বাহিনীর ১৪৫ জনের একটি দল দান্তেওয়াড়া জেলার চিন্তলনা জঙ্গলে অভিযান চালায়। এ সময় ৩০ জন মাওবাদী নিহত হয়।
এদিকে বিহার পুলিশের মহাপরিচালক নীলমণি জানান, রাজ্যের পূর্ব চম্পারণ জেলার ধর্মাহা গ্রামে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর এক লড়াইয়ে ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে। ধরা পড়েছে আট সশস্ত্র মাওবাদী। পুলিশ গোপন সূত্রে খবা পেয়ে বিহারে যৌথ বাহিনীর অভিযান শুরু করে।

No comments

Powered by Blogger.