মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ক্রাউলির পদত্যাগ

প্রশাসনের সমালোচনা করার জেরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি পদত্যাগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত রোববার বিকেলে তাঁর পদত্যাগপত্র গ্রহণের কথা নিশ্চিত করেছেন।
তথ্য ফাঁসের সাড়া জাগানো প্রতিষ্ঠান উইকিলিকসের কারণেই পি জে ক্রাউলিকে পদত্যাগ করতে হয়েছে। উইকিলিকসের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা ব্রাডলি ম্যানিংকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। রাষ্ট্রীয় গোপন সামরিক তথ্য পাচারের জন্য ম্যানিংয়ের বিচারও শুরু হয়েছে। ম্যানিংয়ের আইনজীবী অভিযোগ করেছেন, তাঁর মক্কেলকে গ্রেপ্তারের পর পেন্টাগন কর্তৃপক্ষ ব্যাপক নির্যাতন চালিয়েছে। সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে ম্যানিংকে দিনের পর দিন পুরোপুরি নগ্ন করে রাখা হয়েছে। এসব অভিযোগের পর মার্কিন মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। মার্কিন উদারনৈতিক মহল থেকেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে ওবামা প্রশাসনের সমালোচনা শুরু হয়।

No comments

Powered by Blogger.