রেফারেল পদ্ধতির সমর্থনে আফ্রিদি

ক্রিকেটে প্রযুক্তিভিত্তিক রেফারেল পদ্ধতির ব্যবহার শুরুর হওয়ার পর থেকেই চলছে নানামুখি বিতর্ক। বিশ্বকাপেও প্রথমবারের মতো এই পদ্ধতি ব্যবহার শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই সেই বিতর্কটা উঠেছে বেশ জোরেসোরেই। কয়েকদিন আগে ইংল্যান্ড-ভারতের শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ইয়ান বেলের আউট না দেওয়া নিয়ে রেফারেল পদ্ধতির কঠোর সমালোচনা করেছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার রেশ এখনও শেষ হয় নি।
তবে পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন ভিন্ন কথা। কানাডার বিপক্ষে রেফারেল পদ্ধতির ফায়দা নিয়ে দুইটি আউট পাওয়ার পর আফ্রিদি এখন এর প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, ‘আমার মতে রেফারেল পদ্ধতিটা খুবই ভালো। একটা সিদ্ধান্ত পুরো খেলারই চেহারা পালটে দিতে পারে। সুতরাং আমার মতে এটা অবশ্যই থাকা উচিত।’ শুধু থাকাই না, আফ্রিদি রেফারেল পদ্ধতি ব্যবহারের সুযোগটা আরো বাড়িয়ে দিতে চান। ‘প্রতি ম্যাচে দু’বারের জায়গায় রেফারেল পদ্ধতি ব্যবহূত হওয়া উচিত চারবার। দু’বারের সুযোগটা কমই মনে হচ্ছে। বড় ম্যাচগুলোর ক্ষেত্রে এটা আরো কার্যকরী হতে পারে’, বলেছেন আফ্রিদি।
এখন, অপেক্ষা রেফারেল পদ্ধতির পক্ষে আফ্রিদির সাফাই, এই বিতর্কে নতুন কোনো মাত্রা যোগ করে কিনা।

No comments

Powered by Blogger.