ব্র্যাডলি ম্যানিংকে ‘অদ্বিতীয় নায়ক’ বললেন অ্যাসাঞ্জ

উইকিলিকসের কাছে গোপন নথি সরবরাহ করার সন্দেহে গ্রেপ্তার মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংকে ‘অদ্বিতীয় নায়ক’ আখ্যা দিয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের আইটিভি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ম্যানিংকে এই আখ্যা দেন।
সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেন, ম্যানিংকে বিনা বিচারে আগামী ১০ মাস নির্জন কারাগারে থাকতে হবে, যা অন্যায়।
অ্যাসাঞ্জ বলেন, অভিযোগ সত্যি বা মিথ্যা যা-ই হোক না কেন, ম্যানিং এখন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক বন্দী। অভিযোগগুলো সত্যি হলে তিনি হবেন অপ্রতিদ্বন্দ্বী নায়ক।
অ্যাসাঞ্জ বলেন, ‘মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন, সামান্য কিছু তথ্য ফাঁস করেছি; তাতেই টালমাটাল অবস্থা।’
ম্যানিংয়ের আইনজীবী ডেভিড কুম্বস অভিযোগ করেন, তাঁর মক্কেলকে কারাকক্ষে সাত ঘণ্টা নগ্ন রাখা হয়েছে।
ম্যানিংয়ের সমর্থকেরা দাবি করেন, তাঁকে ভার্জিনিয়াভিত্তিক নৌবাহিনীর একটি ঘাঁটিতে ‘একটি গর্তের ভেতর’ রাখা হয়েছে। পেন্টাগন অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করেছে।

No comments

Powered by Blogger.