উত্থান-পতনের মধ্য দিয়ে কাটল আরেকটি সপ্তাহ

দেশের পুঁজিবাজার উত্থান-পতনের মধ্য দিয়ে আরেকটি সপ্তাহ পার করল। সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে দুই দিন চাঙা থাকলেও তিন দিন দরপতনের ঘটনা ঘটে। দরপতনকালে একদিন বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে রাস্তায় নেমে এলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান হয়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে গত সপ্তাহটি অনেকটা শান্তিপূর্ণভাবেই কেটেছে।
ডিএসই সূত্রে জানা যায়, রবি, সোম ও বুধবার ডিএসইতে শেয়ারে দাম পড়ে যায়। আর মঙ্গল ও বৃহস্পতিবার বাজার চাঙা থাকে। সব মিলিয়ে গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৩৭২ পয়েন্ট কমে। সপ্তাহের শুরুতে রোববার সূচক ছিল ৫৮০০ পয়েন্ট যা সপ্তাহ শেষে বৃহস্পতিবার ৬.৪২ শতাংশ কমে ৫৪২৮ পয়েন্টে দাঁড়ায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক গত সপ্তাহে ১০০৬ পয়েন্ট কমে যায়। সপ্তাহের শুরুতে স্টক এক্সচেঞ্জটিতে সূচক ছিল ১৬৩৩০ পয়েন্ট, সপ্তাহ শেষে ১৫৩২৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতেও সপ্তাহের পাঁচ দিনের মধ্যে তিন দিন দরপতন হয়।
গত সপ্তাহে ডিএসইতে ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২২৮টি প্রতিষ্ঠানের। গত সপ্তাহে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ২৪.৬৬ শতাংশ কমে ৫০৩ কোটি টাকা করে হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৬৬৮ কোটি টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের পরিমাণ ২৫১৭ কোটি টাকা।
একই সময়ে ডিএসইর বাজার মূলধন ৫.১০ শতাংশ কমে দুই লাখ ৫০ হাজার ৬৯৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা সপ্তাহের শুরুতে ছিল দুই লাখ ৬৪ হাজার ১৭৩ কোটি টাকা।
গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, বেক্সটেক্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রাইম ফিন্যান্স, গ্রামীণফোন, তিতাস গ্যাস, সাউথইস্ট ব্যাংক, লঙ্কাবাংলা ফিন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল।
সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বাড়ায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো—এশিয়া ইনস্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, সোস্যাল ইসলামী ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, ব্র্যাক ব্যাংকের ২৫% সাব কনভারটিবল বন্ড, সামিট পাওয়ার, বেক্সটেক্স, বাটা সু ও মেট্রো স্পিনিং।
সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—ইস্টার্ন ব্যাংক, আইএলএফএসএল, প্রাইম ইনস্যুরেন্স, ঢাকা ব্যাংক, এইচআর টেক্সটাইল, চিটাগং ভেজিটেবল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, জুট স্পিনার্স, সায়হাম টেক্সটাইল ও বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস।

No comments

Powered by Blogger.