ধারাবাহিকতাই আমাদের প্রধান শক্তি: দিলশান

গত বিশ্বকাপে অল্পের জন্য শিরোপা জয়ের স্বপ্নটা পূরণ হয়নি শ্রীলঙ্কার। প্রায় সবগুলো ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শিরোপার যোগ্য দাবিদার হিসেবেই ফাইনালে এসেছিল তারা। কিন্তু ফাইনালে বৃষ্টি, আয়োজকদের অব্যবস্থাপনা আর গিলক্রিস্টের ১৪৯ রানের ঝোড়ো ইনিংসটার কাছে হার মেনে শিরোপাটা আর হাতে নেওয়া হয়নি লঙ্কানদের। এবার দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপের দশম আসরে সেই আক্ষেপটাকে আর সঙ্গী করতে চান না তিলকারত্নে দিলশান। শিরোপা হাতে একেবারে শেষ হাসিটাই হাসতে চান শ্রীলঙ্কার এই উদ্বোধনী ব্যাটসম্যান। আর গত দেড় বছরের ধারাবাহিক সাফল্যই বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অনেক এগিয়ে দেবে বলে মন্তব্য করেছেন তিনি।বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রস্তুতি খুবই ভালো উল্লেখ করে দিলশান বলেছেন, ‘আপনি যদি গত ১৫ মাসের পরিসংখ্যানের দিকে তাকান, তাহলে দেখবেন, আমরা ২৭টি ওয়ানডে খেলে হেরেছি মাত্র ছয়টিতে। এটা কিন্তু খুবই ভালো রেকর্ড। আমরা খুবই ধারাবাহিকভাবে ভালো খেলেছি। আর এটা আমাদের অনেক অনুপ্রেরণা জোগাবে।’কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা মন্তব্য করেছিলেন, মিডল অর্ডার নিয়ে শ্রীলঙ্কাকে কিছুটা ঝামেলায় পড়তে হতে পারে। তবে সত্যিই এ ধরনের কোনো সমস্যা আছে বলে মনে করছেন না দিলশান। তিনি বলেছেন, ‘আমরা মিডল অর্ডারে অ্যাঙ্গেলো ম্যাথিউয়ের মতো মেধাবী ব্যাটসম্যানকে পাচ্ছি। সেই সঙ্গে চামারা কাপুগেদারা, চামারা সিলভা, সামারাবীরাও খুব ভালো ব্যাটিং করে। কাজেই এখানে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।’দিলশানের বিশ্বকাপ অভিষেক হয়ে গেছে গত আসরেই। কিন্তু সেবার খুব নজরকাড়া পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। একটি অর্ধসেঞ্চুরিসহ সাত ম্যাচে করেছিলেন ২১৭ রান। এবার আরও ভালো করার ব্যাপারে দিলশান একেবারে দৃঢ়প্রতিজ্ঞ, ‘এবার সুযোগ পেলেই আমি বড় ইনিংস খেলার চেষ্টা করব। দলের জন্য আমি আমার সর্বোচ্চটা দিতে চাই।

No comments

Powered by Blogger.