প্রতিভা পাতিলকে নিয়ে মন্তব্যের জেরে মন্ত্রীর পদত্যাগ

রাজ ও ওয়াকফবিষয়ক প্রতিমন্ত্রী আমিন খান পদত্যাগ করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী অশোক গেহলত পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘আমিন খান তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর পদত্যাগপত্র গভর্নর শিবরাজ পাতিলের কাছে পাঠানো হবে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদের প্রতি যে কারও সম্মান প্রদর্শন করা নৈতিক দায়িত্ব।’ সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রান্নাবান্না ও থালাবাসন ধোয়ামোছার কারণেই প্রতিভা পাতিল প্রেসিডেন্ট হতে পেরেছেন বলে মন্তব্য করেছেন আমিন খান। গত মঙ্গলবার রাজস্থানের পালি জেলায় কংগ্রেসের জেলা কমিটির এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তাঁর এ মন্তব্য নিয়ে চারদিকে শোরগোল ওঠে। প্রধান বিরোধী দল বিজেপিসহ অনেকেই তাঁর পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী গেহলত বিষয়টি নিয়ে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল ও রাজস্থানে কংগ্রেসের দায়িত্ব পালনকারী কেন্দ্রীয় মন্ত্রী মুকুল ওয়াজনিকের সঙ্গে বৈঠক করেছেন। তিনি প্রতিভা পাতিলের সঙ্গেও কথা বলে মন্ত্রী আমিন খানের পক্ষে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে। আমিন খান বলেছেন, ১৯৭৭ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হওয়ার পর তাঁর রান্নাবান্না ও থালাবাসন ধোয়ামোছার কাজ করতেন প্রতিভা পাতিল। তবে ইন্দিরা গান্ধীর সেবাযত্নের বিনিময়ে প্রতিভা পাতিল কিছুই চাননি। কিন্তু তাঁকে প্রেসিডেন্ট বানিয়ে সোনিয়া গান্ধী তাঁরই প্রতিদান দিয়েছেন।

No comments

Powered by Blogger.