লাদেনকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের আরেকটি চেষ্টা ব্যর্থ

ওসামা বিন লাদেন
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের একটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সংগঠনটির কর্মী আবু আল-ফাতাহ দাবি করেছেন, বিন লাদেন তাঁর গোপন ঘাঁটি শনাক্ত করতে মার্কিন বাহিনীর একটি উদ্যোগ ব্যর্থ করে দিয়েছেন।ফাতাহ বলেন, আল-কায়েদা প্রধানের কাছে বিভিন্ন প্রশ্নসংবলিত একটি ইউএসবি মেমরি স্টিক পাঠানো হয়েছিল। এতে ছিল শনাক্তকরণের একটি ক্ষুদ্র চিপ, যা সংকেত পাঠিয়ে লাদেনের অবস্থান শনাক্ত করতে সাহায্য করত যুক্তরাষ্ট্রকে। আল-ফাতাহর উদ্ধৃতি দিয়ে সান পত্রিকা জানিয়েছে, আল-ফাতাহ বলেন, লাদেনের নিরাপত্তাকর্মীরা ইউএসবি স্টিকটি স্ক্যান করার সময় ওই চিপটি আবিষ্কার করেন। যুক্তরাষ্ট্র চিপ থেকে পাঠানো সংকেতের মাধ্যমে লাদেনের আস্তানার অবস্থান জেনে সেখানে চালকবিহীন বিমান থেকে হামলা চালাতে চেয়েছিল।

No comments

Powered by Blogger.