ক্যালিসকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের দশম আসরে অন্যতম ফেভারিট হিসেবেই অংশ নিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এর আগেও দুই-তিনবার শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও দুঃখজনকভাবে ছিটকে পড়তে হয়েছিল প্রোটিয়াসদের। তবে এবার বিমর্ষ-মলিন মুখে নয়, শিরোপা হাতে হাস্যোজ্জ্বল মুখেই বিশ্বকাপটা শেষ করতে চায় গ্রায়েম স্মিথের দল। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটা শুরুর আগেই একটা বড় ধাক্কা খেয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ের মিশনে সবচেয়ে বড় অস্ত্র জ্যাক ক্যালিস লড়ছেন ইনজুরির সঙ্গে। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হলেও এখন তাঁকে নিয়ে খুব সতর্কতা অবলম্বন করছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট।
গতকাল বেশ কিছুদিন পর ক্যালিস অংশ নিয়েছিলেন অনুশীলনে। হালকাভাবে খানিকক্ষণ বলও করেছেন। কিন্তু শেষপর্যন্ত ২৪ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি অংশ নিতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত না। আর ক্যালিসকে নিয়ে খুব বেশি তড়িঘড়ি কোন সিদ্ধান্তও নিতে চান না অধিনায়ক গ্রায়েম স্মিথ। দলের সেরা এই অস্ত্রটাকে মোক্ষম সময়েই ব্যবহার করতে চান তিনি। ‘ক্যালিসকে খুব তাড়াতাড়ি মাঠে নামানোর কোন প্রয়োজনীয়তা দেখছি না আমি। আজকেই প্রস্তুত হয়ে কালকেই মাঠে নামতে হবে, এমন তাড়া দিয়ে আমরা তার উপর কোন চাপ সৃষ্টি করতে চাই না। ক্যালিসকে পুরোপুরি সুস্থ অবস্থায় পাওয়া গেলে খুবই ভালো হয়। আর সেজন্য আমরা তাকে সময় দিব।

No comments

Powered by Blogger.