ইংল্যান্ড দল ঢাকায়

সবার আগে কানাডা। দুই দিন পর পাকিস্তান। আজ রোববার তৃতীয় দল হিসেবে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বে ইংল্যান্ড ক্রিকেট দল।
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি ভারতের নাগপুরে হল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল লড়াই শুরু হবে স্ট্রাউসদের। তবে এর আগে বাংলাদেশে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ইংল্যান্ড। ১৬ ফেব্রুয়ারি ফতুল্লায় কানাডার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ। দুই দিন পর ১৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি।
সুবিধাজনক অবস্থায় নেই ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জয়ের সুখস্মৃতি ম্লান করে দিয়েছে ওয়ানডে সিরিজে ৬-১ ব্যবধানে হার। তবে পারফরম্যান্সের দুর্বলতায় চেয়েও প্রকট ক্রিকেটারদের ইনজুরি-সমস্যা। ইনজুরিতে আছেন পল কলিংউড, টিম ব্রেসনান, আজমল শেহজাদ ও গ্রায়েম সোয়ান। এডউইন মরগানের বিশ্বকাপ তো শেষই হয়ে গেছে। দলে আনা হয়েছে অনিয়মিত ক্রিকেটার বোপারাকে।
ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, রাভি বোপারা, কেভিন পিটারসেন, ম্যাট প্রিয়র, আজমল শেহজাদ, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, লুক রাইট ও মাইকেল ইয়ার্ডি।

No comments

Powered by Blogger.