স্বৈরশক্তি পরাজিত হয়েছে

গণ-অভ্যুত্থানের মুখে কায়রো ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন মিসরের স্বৈরশাসক হোসনি মোবারক। তাঁর পদত্যাগের দাবিতে সর্বস্তরের মানুষ নেমেছিল রাজপথে। ব্যাপক আন্দোলন-সংগ্রামে অবশেষে এসেছে সাফল্য। স্বৈরশাসকের কবল থেকে মুক্তি পেয়েছে দেশের সর্বস্তরের মানুষ। গণতন্ত্রে উত্তরণের এ আন্দোলনের প্রাথমিক বিজয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল ও গোষ্ঠীগুলো।
মুসলিম ব্রাদারহুডের এসাম এরিয়ান বলেন, ‘স্রষ্টাকে ধন্যবাদ। মিসরের সব মানুষ একটি দাবিতে মতৈক্যে পৌঁছাতে পেরেছিল। গণশক্তির কাছে তাই স্বৈরশক্তির পরাজয় হয়েছে।’
ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর চেঞ্জের প্রধান মোহাম্মদ এলবারাদি বলেন, ‘আমরা কয়েক দশক ধরে এমন একটি দিনের প্রত্যাশা করেছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সবাই সামরিক বাহিনীর সঙ্গে কাজ করছি।’
ঘাদ পার্টির প্রধান আইমান নূর বলেন, ‘আজ মিসরের ইতিহাসের শ্রেষ্ঠ দিন। এ দিনের পুনরাবৃত্তি ঘটবে না আর। জাতির পুনর্জন্ম হলো আজ। আমরা পেয়েছি এক নতুন মিসর।’
কেফায়া আন্দোলনের প্রতিষ্ঠাতা জর্জ ইশাক বলেন, ‘আজ মিসর তো বটেই, বিশ্ব ইতিহাসের এক শ্রেষ্ঠ দিন। কোনো নেতৃত্ব ছাড়াই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে আরব বিশ্বের মধ্যমণি মিসরে বিজয় এসেছে। স্বৈরশাসকের পতন হয়েছে।’
লিবারেল ওয়াফ্ড পার্টির জ্যেষ্ঠ নেতা মাহমুদ আবাজা বলেন, ‘বারবার সুযোগ হাত ফসকে যাচ্ছিল। স্রষ্টাকে ধন্যবাদ, অবশেষে সুরাহা হয়েছে।’

No comments

Powered by Blogger.